protichinta

নিম্নবর্গের সমুদ্র-জিজ্ঞাসা বাংলাদেশের সমুদ্র প্রতিবেশ, বৈচিত্র্য ও সংস্কৃতি বিষয়ে এক নিম্নবর্গীয় বয়ান

পাভেল পার্থ

সারসংক্ষেপ

এই প্রবন্ধের মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ নিম্নবর্গের সমুদ্রবিষয়ক প্রচলিত ধারণা। বাংলাদেশ মূলত নদীবিধৌত সমভূমি হলেও সাধারণ মানুষের কল্পনা, সাহিত্য, জীবনাচরণ, কৃষি এবং অর্থনীতির নানা চলতি আলাপে ঘুরেফিরে এসেছে সমুদ্রের কথা। নিম্নবর্গের রূপকল্পে স্থান করে নিয়েছে সমুদ্র। বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, মিথ, গল্প, খাদ্যশস্যের এবং স্থানের নামের সঙ্গে জড়িয়ে আছে সমুদ্র বা সমুদ্র-সম্পর্কিত নানান বিষয়। কৌতূহলের বিষয় হচ্ছে নিম্নবর্গের এসব মানুষের অনেকেই কখনো সমুদ্র দেখেইনি। তারপরও তাদের কল্পনায়, সাহিত্যে এবং ঐতিহ্যে সমুদ্র উপস্থিত। এই উপস্থিতির এবং বর্ণনার বৈচিত্র্যের দিকটিই এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয়। এখানে সমুদ্র শুধু নীল জলের বিশাল ভৌগোলিক এলাকাবিশেষই নয়, বরং ইতিহাসের উপাদান। নিম্নবর্গের সমুদ্র ভাবনা-ধারণা ও তার ইতিহাসের অনুসন্ধান প্রচেষ্টা এই প্রবন্ধের মূল উদ্দেশ্য।

মুখ্য শব্দগুচ্ছ

সমুদ্র, নিম্নবর্গ, লোককাহিনি, প্রতিবেশ, সৃষ্টিতত্ত্ব, দিকনির্ণয়, লিঙ্গদেমাগ, সমুদ্র-কৃত্য।

pathok

যোগাযোগের ঠিকানা

সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা - ১২১৫।

ফোন: ৮৮০-২-৮১১০০৮১, ৮১১৫৩০৭
ফ্যাক্স - ৮৮০-২-৯১৩০৪৯৬

protichinta kinte chile