protichinta

লিসবনে শহীদ মিনার: পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্মৃতি ও সম্প্রদায়ের রাজনীতি এবং দীর্ঘ দূরত্বের জাতীয়তাবাদ

হোস ম্যাপ্রিল, অনুবাদ: জোশিতা জিহান অর্নব

সারসংক্ষেপ

বিগত কয়েক বছরে বাংলাদেশি বহুজাতিক জনপরিমণ্ডল ক্রমান্বয়ে গুরুত্বসহকারে বেড়েছে। এ প্রবন্ধে মূলত বহুজাতিক রাজনৈতিক কার্যক্রমকে ফোকাস করা হয়েছে। এখানে মুখত যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি ও বাংলাদেশি অভিবাসীদের একাত্মতার উপায় বর্ণনা করা হয়েছে। যদিও অন্যান্য অঞ্চলে এ জনপরিমণ্ডল থেকে অংশগ্রহণকারীদের ভূমিকা সরিয়ে রাখা হয়েছে। এ পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে এ প্রবন্ধে, ২০১১ সালের লিসবন স্কয়ারে শহীদ দিবস উদ্যাপনের বিশ্লেষণের ওপর নির্ভর করে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বহুজাতিক রাজনৈতিক দিক তুলে ধরা হয়েছে। প্রথমত, এ বাংলাদেশি জনপরিমণ্ডল যুক্তরাজ্যে বাংলাদেশিদের বাংলাদেশ ও অন্যান্য এলাকা যেমন পর্তুগালে প্রতীক, দীর্ঘ দূরত্বের জাতীয়তাবাদ এবং রাজনীতির স্মৃতির মাধ্যমে যুক্ত করে। দ্বিতীয়ত, এ লেখাতে বলা হয়েছে যেখানে বাংলাদেশিদের বসবাস এবং এর নতুন অর্থ অনুমিত হয় সে অনুযায়ী ব্যাখ্যা করা হয়।

মূখ্য শব্দগুচ্ছ: বহুজাতিক জনসাধারণের এলাকা, শহীদ দিবস, রাজনীতির স্মৃতি, লুসো-বাংলাদেশি

pathok

যোগাযোগের ঠিকানা

সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা - ১২১৫।

ফোন: ৮৮০-২-৮১১০০৮১, ৮১১৫৩০৭
ফ্যাক্স - ৮৮০-২-৯১৩০৪৯৬

protichinta kinte chile